মঙ্গলবার সন্ধ্যায় ফকিরহাটে বিপুল পরিমান মাধ্যমিক বিদ্যালয়ের সরকারী পাঠ্যপুস্তক আটক করে এলাকাবাসী। পরে ফকিরহাট উপজেলা নির্বাহী অফিসার এসে বই জব্দ করেন।
সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, একটি নছিমনে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণীর বিপুর পরিমান ২০১৩ শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক।
নছিমন চালক নুর ইসলাম জানান, তিনি বই পাচারের বিষয় কিছু জানেন না। এই বইগুলো চুলকাঠি বাজারে নেওয়ার জন্য তার সাথে ১৫০ টাকায় ঠিক হয়।
বই ক্রেতা শংকর শীল জানায়, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য রামপালের শিবনগর গ্রামের আবুল শেখের ছেলে শাহাজান শেখ তাকে তাদের বাড়িতে ভাংগাড়ী, পুরাতন কাগজ বিক্রির করবে বলে নিয়ে তার কাছে ২০১৩ সালের এই বইগুলো বিক্রি করে। সাড়ে ১১ টাকা দরে সেখান থেকে মোট ১৮৬ কেজি বই ক্রয় করে।
বইগুলো কিনলে কোন সমস্যা হবে না বলে শাহাজান তাকে আশ্বস্ত করে বলে তিনি জানান।
এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার দেবপ্রসাদ শীল জানান, তিনি ইতোমধ্যে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও পুলিশকে বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে মামলা হবে।
এদিকে, ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, এ বিষয়ে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই। দোষী ব্যক্তির বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
৩০-০৪-২০১৩ :: জিএম মিজানুর রহমানের সহায়তায় ইনজামামুল হক, বাগেরহাট।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More