বাগেরহাটের চার উপজেলা থেকে জামায়াতের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতদের মধ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার একটি ইউনিয়নের জামায়াতের সভাপতি ও সেক্রেটারসহ ৪জন, ফকিরহাট উপজেলা থেকে ৬জন, বাগেরহাট সদরে ১জন ও মংলায় ১জন রয়েছে।
তাদের বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় দ্রুত বিচার আইনসহ বিভিন্ন মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
শনিবার ভোর রাত থেকে এ গ্রেফতার অভিযান শুরু হয়। গ্রেফতারের সময়ে পুলিশ বিভিন্ন গ্রামে চিরুনি তাল্লাশি শুরু করে বলে প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা গেছে।
বাগেরহাটের নবাগত পুলিশ সুপার নিজামুল হক মোল্লা জানান, বিভিন্ন ধরনের মামলায় জামায়াতের নেতাকর্মীদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
১১.০৫.২০১৩ :: বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More