বাগেরহাটের রামপালে ঝড়ে ঘর চাপায় একই পরিবারের দুই শিশু নিহত; বিধ্বস্ত হয়েছে অর্ধশতাধিক কাঁচা ঘরবাড়ি।
বুধবার গভীর রাতে কালবৈশাখী ঝড়ে বসতঘর চাপায় এক পরিবারের দুই শিশু নিহত ও অর্ধশতাধিক কাচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
নিহত দুই শিশু হলো, রামপাল উপজেলার রাজনগর ইউনিয়নের বড় দূর্গাপুর গ্রামের দিনমজুর জাহিদ হাজরার ছেলে সুমন(৮) ও সোহান(৪)। তাদের মা লায়লা বেগমও গুরুত্বর আহত হয়েছেন ঘর চাপায়।
এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান সরদার আব্দুল হান্নান ডাবলু জানান, বুধবার রাত আনুমানিক ১টার দিকে বড় দূর্গাপুর গ্রামের কালবৈশাখী ঝড় শুরু হয়। এসময় দিনমজুর জাহিদ হাজরার পরিবারের সকলে ঘুমিয়ে ছিল। ঝড়ে তার ওই বসত ঘরটি ভেঙ্গে পড়লে চাপায় তার দুই শিশু নিহত হয়।
এছাড়া ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে জেলর বিভিন্ন স্থানে।
০৯.০৫.২০১৩ :: মোঃ কামরুজ্জামান, বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More