সুন্দরবনে মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার রতিয়ারাজাপুর গ্রামের জেলে আমির হোসেন হাওলাদার (৪০)।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের শ্যালা নদী সংলগ্ন ভেড়ির খালে মাছ ধরার সময় এ দুর্ঘটনা ঘটে।
উত্তর রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী মো. জাকির হোসেন খান বিকেল তিনটার দিকে জেলেদের বরাত দিয়ে জানান, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে রতিয়া রাজাপুর গ্রামের কাদের হাওলাদারের ছেলে আমির হোসেনসহ ৭-৮ জন জেলে শ্যালা নদীর ভেড়ির খালে গড়া জাল পেতে মাছ ধরছিলেন।
এসময় হঠাৎ করে কুমিরে আক্রমণের শিকার হন আমির হোসেন। কুমির থাবা মেরে এই জেলেকে নদীর মধ্যে টেনে নিয়ে যায়। এসময় সঙ্গীয় জেলেরা লাঠীসোটা দিয়ে কুমিরের মুখ থেকে ওই জেলেকে রক্ষা করতে ব্যর্থ হন।
ঘটনার প্রায় চার ঘন্টা পর বেলা ১১টার দিকে হতভাগ্য আমির হোসেনের ক্ষতবিক্ষত মৃতদেহ ভেসে ওঠে। পরে তার সঙ্গীরা মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।
ধানসাগর স্টেশনের কর্মকর্তা (এসও) মো. ওবায়দুল পাটোয়ারী কুমিরের আক্রমণে জেলের মৃত্য এবং মৃতদেহ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।
২৩-০৫-২০১৩ :: মিজানুর রাকিব,
বাগেরহাট ইনফো ডটকাম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More