বাগেরহাটের শরণখোলায় ছাত্রলীগের হামলায় মজিবর তালুকদার (৩৮) নামের স্থানীয় এক ইউপি সদস্য আহত হয়েছেন।
জানা গেছে, রোববার রাতে ছাত্রলীগ নামধারী কয়েক যুবকের তার উপর হামলা চালায়। গুরুতর অবস্থায় তাকে সোমবার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটেছে বলে জানা গেছে।
আহত ইউপি সদস্য মজিবর তালুকদার দুই নং খোন্তাকাটা ইউনিয়নের ৭ নম্বর রাজৈর ওয়ার্ডের ইউপি সদস্য।
আহত ইউপি সদস্য মজিবর তালুকদার জানান, রোববার রাত ৯টার দিকে তিনি রায়েন্দা বাজারে আসছিলেন। রাজৈর খেয়াঘাট সংলগ্ন ব্রীজের কাছাকাছি পৌঁছলে একই এলাকার রহমান হাওলাদারের ছেলে আসাদ হাওলাদারের নেতৃত্বে ৪-৫ জন যুবক লাঠিসোটা নিয়ে তার ওপর হামলা চালায়।
এসময় তারা এলোপাতাড়ি পিটিয়ে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শরণখোলা হাসপাতালে নিয়ে যান।
এ ব্যাপারে উপজেলা ছাত্রলীগের সভাপতি বাদশা আলমগীর আলম বাগেরহাট ইনফোকে জানান, আসাদ হাওলাদার ছাত্রলীগের কর্মী নয়। এঘটনার দায়দায়ীত্বও তাদের নয়।
২৭-০৫-২০১৩ :: মিজানুর রাকিব,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More