বাগেরহাটের ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সরদার নেয়ামত হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমানকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সিন্ধান্ত থেকে তাদের বহিষ্কার করা হয়। নেয়ামত সরদারকে একই সঙ্গে জেলা আওয়ামী লীগের সদস্য পদ থেকেও সাময়িক বহিষ্কার করা হয়।
গত ১৮ মে ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান খাঁন জাহিদ হাসান হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তের তালিকায় উপজেলা আওয়ামী লীগের এই দুই নেতার নাম আসায় তাদের বহিষ্কার করা হয় বলে প্রাথমিক ভাবে জানা গেছে।
বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক জনাব কামরুজ্জামান টুকু বাগেরহাট ইনফোর কাছে তাদের এ সাময়িক বহিষ্কারের কথা স্বীকার করেছেন।
২৭-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More
আমার কাছে বিষয়টা খুব একটা আশ্চার্যকর মনে হয় নাই কারন সবকিছুরই একটা শেষ আছে
আপনার মূল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ