বাগেরহাটের পানি উন্নয়ন বোর্ডের ওয়াপদা বেড়িবাঁধের ৩৫/৩ ও ৩৫/১ পোল্ডারের তিন কিলোমিটার এলাকার বেড়িবাধ ঝুকিপূর্ণ হয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এলাকাবাসীর মধ্যে।
বুধবার রাতে বাগেরহাট সদর উপজেলার রাধাবল্লব এলাকার ৩৫/৩ পোল্ডারের ভেড়িবাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে তলিয়ে গেছে শতাধিক বসত ঘর ও ও মৎস ঘের।
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের ফলে গত দু-তিন দিন ধরে চলছে টানা বৃষ্টিপাত সেই সাথে জোয়ারের পানি বৃদ্ধির ফলে উপকূলীয় এলাকার নিম্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে। ওয়াপদার বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকায় জেলার অন্তত ৫০টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে, ভেষে গেছে কয়েক শত চিংড়ি ঘের। এছাড়াও বিভিন্ন স্থানে বেড়িবাধ উপচে পানি ঠুকে পড়ছে লোকালয়ে।
পানি উন্নয়ন বোর্ডের ৩৫/৩ ও ৩৫/১ পোল্ডারের বেড়িবাঁধের অন্তত ১০টি স্থানে ফাটল দেখা দেওয়ায় জেলা সদরের রাধাবল্লভ, ডেমা, চাঁপাতলা, যাত্রাপুর ছাড়াও মোড়েলগঞ্জ, শরণখোলা, রামপাল, চিতলমারী, কচুয়া ও সদর উপজেলার সাধারন মানুষ বাঁধ ভেঙে প্লাবিত হবার আশঙ্কায়, এসব এলাকার মানুষ উদ্বিগ্ন হয়ে উঠেছেন।
সম্ভাব ঝুকি মোকাবেলের জন্য বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের লোকজনের সঙ্গে এক হয়ে বাগেরহাটের রাধাবল্ব এলাকাসহ বিভিন্ন এলাকায় এলাকাবাসীকে ঝুর্কিপূর্ণ বাঁধ মেরামতের কাজ করতে দেখা গেছে।
এলাকাবাসীরা জানায় দীর্ঘদিন ধরে টেকসই বেড়িবাঁধ না হওয়ায় প্রায়শই পানির চাপে ভেঙে যাচ্ছে পানি উন্নয়ন বোর্ডের এ সব বেড়িবাঁধ।
বাগেরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খলিলুর রহমান বাগেরহাট ইনফোকে জানান, জরুরিভাবে যেখানেই ভাঙন দেখা দিচ্ছে সেখানেই দ্রুত মেরামতের কাজ করা হচ্ছে। তবে স্থায়ীভাবে মেরামতের কাজ করার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
৩০-০৫-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More