বাগেরহাটের কচুয়ায় ছেলের দায়ের কোপে আহত হয়েছে তার মা; ছেলে আটক।
ছেলের দায়ের কোপে মা শাহিদা বেগম (৫৫) আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনাটি ঘটে বাগেরহাটের কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামে।
পুলিশ জানায়, কচুয়া উপজেলার নরেন্দ্রপুর গ্রামের ফজলুর রহমানের ছেলে উজ্জল(২২) আজ তার মায়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে দা দিয়ে কুপিয়ে মায়ের দু’হাতের ৮টি আঙ্গুল কেটে ফেলে এবং মাথায় আঘাত করে। এতে শাহিদা বেগম গুরুত্বর জখম হয়।
আহত হবস্থায় প্রথমে তাকে বাগেরহাট সদর হাসপাতালে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এঘটনায় পুলিশ আটক করেছে ঘাতক ছেলে উজ্জলকে।
০২-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More