বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়ন পরিষদের নুতন ভবন নির্মানকে কেন্দ্র করে এলাকায় চরম অসন্তোষ, ক্ষোভ ও উত্তেজনান সৃষ্টি হয়েছে।
ক্ষুব্ধ এলাকাবাসী মঙ্গলবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদের বর্তমান ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ ও কামলা বাজার এলাকায় মানব বন্ধন করেছে।
বিধি বহির্ভূতভাবে এবং শতকরা ৯০ভাগ লোকের দাবী উপেক্ষা করে ইউনিয়নের মধ্যবর্তী স্থান কামলা বাজার থেকে পরিষদের ভবন অন্যত্র সরিয়ে নেয়ার কথা ওঠায় এলাকাবাসি এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে।
স্থানীয় প্রবীন আওয়ামী লীগ নেতা আব্দুস ছত্তার শেখ এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে বক্তৃতা করেন, ইউপি সদস্য আলামীন শিকদার সেন্টু, শ্রমীক লীগ সভাপতি রিয়াজ মাহমুদ শিকদার, আব্দুল হাকিম শিকদার, রফিকুল ইসলাম মোল্লা প্রমূখ। এসময় বক্তারা পরিষদের বর্তমান ভবনের নিজস্ব জমিতেই নুতন ভবন নির্মানের দাবী জানান।
বিশেষ একটি মহলের সুবিধার্থে নুতন কোন জায়গায় ভবন নির্মানের যাবতীয় কার্যক্রম যে কোন মূল্যে প্রতিহত করারও ঘোষনা দেন তারা।
০৪-০৬-২০১৩ :: উপজেলা নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More