বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলা সদর ইউনিয়নের বিশারীঘাটা গ্রামে শনিবার সকালে চা পান করে দুই গৃহবধূ ও শিশুসহ একই পরিবারের চারজন অসুস্থ হয়ে পড়েছে।
তারা হলেন, কালাম চাপরাশি (৫৫), তার স্ত্রী ফরিদা বেগম (৪৫), পুত্রবধূ লিপি (২৫) ও নাতি রুবেল (৯)।
গুরুতর অসুস্থ অবস্থায় কালাম চাপরাশি ও তার স্ত্রী ফরিদা বেগমকে মোড়েলগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে ফরিদা বেগমের অবস্থা আশঙ্কাজনক।
জানা গেছে, কালাম চাপরাশি বিশারীঘাটা বাজারের আবুবকর তালুদারের দোকান থেকে খোলা চা পাতি কিনে নেয়। বাড়িতে এনে এই চা পান করেই তারা অসুস্থ হয়ে পড়ে।
মোড়েলগঞ্জ সদর হাসপাতালের আরএমও অসীম কুমার সমদ্দার জানান, ক্রয়কৃত চা পাতির সঙ্গে কীটনাশক বাসুডিন মিশানো ছিল। যা খেয়ে তারা অসুস্থ হয়ে পড়ে।
তিনি আরও জানান, বর্তমানে তারা সকলে আশাংকা মুক্ত এবং তাদের হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয়েছে।
০৮-০৬-২০১৩ :: নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More