প্রচ্ছদ / খবর / বেমরতা ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট জনসম্মুখে প্রকাশ

বেমরতা ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট জনসম্মুখে প্রকাশ

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)‘র পৃষ্ঠপোষকতায় গঠিত সচেতন নাগরিক কমিটি(সনাক), বাগেরহাট’র উদ্যোগে এবং ২নং বেমরতা ইউনিয়ন পরিষদের সহযোগিতায় ২৭ জুন, ২০১৩ সকাল ১১:০০ মিনিট ইউনিয়ন পরিষদ হল রুমে উক্ত ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের ‘বাজেট প্রকাশ ও জনগণের মুখোমুখি’’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

FtP- Bemorta- 3 (27.06.2013)এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জনাব শেখ জহিরুল ইসলাম (মিঠু)। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সনাক সদস্য জনাব শেখ শামীম হাসান। উপস্থিত ছিলেন সনাক সভাপতি (ভারপ্রাপ্ত) জনাব সইফ উদ্দীন আহ্মদ, সহ-সভাপতি জনাব ফরিদা রহমান, সনাক সদস্য প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন, জনাব তহুরা হোসেন ও জনাব আখরজী বেগম। অনুষ্ঠানের শুরতে স্বাগত বক্তব্য রাখেন স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) সদস্য জনাব এফ. এম. মোস্তাফিজুল হক।

অনুষ্ঠানের মূল পর্বে ২নং বেমরতা ইউনিয়ন পরিষদের ২০১৩-১৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদ সচিব জনাব বিপ্লব কুমার দাস। এতে দেখা যায় উক্ত অর্থবছরের পরিষদের মোট আয় ৭৭,১৩,০৯৮ টাকা, মোট ব্যয় ৭৬,৫৮,৩২৮ টাকা এবং উদ্বৃৃত্ত ৫৪,৭৭০ টাকা ধরা হয়েছে। বাজেট উপস্থাপন শেষে উপস্থিত জনগণ বাজেটের উপর তাঁদের মতামত, সুপারিশ ও পরামর্শ তুলে ধরেন। পাশাপাশি ইউনিয়ন পরিষদের নানাবিধ সমস্যা ও কর্মকান্ড বিষয়ে সরাসরি পরিষদের চেয়ারম্যান ও মেম্বরদের কাছে জানতে চান এবং উপস্থিত ইউনিয়ন পরিষদর চেয়ারম্যান ও  মেম্বরগণ নানাবিধ প্রশ্নের সরাসরি উত্তর দেন।

অনুষ্টানে উপস্থিত জনগণ পরিষদের চেয়ারম্যান ও  মেম্বরদের কাছে আগামী অর্থবছরের বাজেট, গত বছরের বাজেটের অগ্রগতি ও ব্যর্থতা, এলাকার নানা ধরণের সমস্যা ও দুর্ভোগ নিয়ে সরাসরি প্রশ্ন করেন। পরিষদের চেয়রম্যান ও মেম্বরগণ সে সকল প্রশ্ন ধৈর্য্য সহকারে শোনেন এবং উত্তর দেন। পাশাপাশি এলাকার উন্নয়নে ও শান্তি শৃঙ্খলা রক্ষায় সকলের আন্তরিক সাহার্য ও সহযোগিতা কামনা করেন।  

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সনাক, বাগেরহাট’র ভারপ্রাপ্ত সভাপতি জনাব সইফ উদ্দীন আহ্মদ, সনাক সহ-সভাপতি জনাব ফরিদা রহমান ও সনাক সদস্য প্রফেসর এবিএম. মোশাররফ হুসাইন।

২৭ জুন ২০১৩ :: অ্যাক্টিং নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।

About Anis

Area Manager, Transparency International Bangladesh (TIB) 43, PC College Road, Bagerhat.