বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি’র ভাই ও খানজাহান আলী কলেজর সাবেক জিএস সোহাগ মোল্লা দুর্বৃত্তদের হাতে গুলিবিদ্ধ হয়েছেন।
আহত সোহাগ মোল্লা বাগেরহাট শহরের খারদ্বার গ্রামের ইসহাক মোল্লার ছেলে। সে বাগেরহাট জেলা ছাত্রদলের সভাপতি সুজা উদ্দিন মোল্লা সুজনের বড় ভাই।
রবিবার রাত ১২ টায় অজ্ঞাত সন্ত্রাসীরা তার মাথা লক্ষ্য করে গুলি করে।
বাগেরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল কবির বাগেরহাট ইনফোকে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সোহাগ মোল্লা তারাবির নামাজ শেষে বাড়ী ফিরে রাতের খাবার খাচ্ছিলেন। এ সময়ে অজ্ঞাত সন্ত্রাসীরা দরজার ফাঁক দিয়ে তার মাথা লক্ষ্য করে গুলি করে। সন্ত্রাসীদের ছোড়া গুলি লক্ষ্য ভেদ করে তার কানে লাগে।
এ সময়ে তার চিৎকারের বাড়ীর লোকজন বেরিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।
তবে এ ব্যাপারে এখনও পর্যন্ত থানায় কোন অভিযোগ দায়ের এর খবর পাওয়া যায়নি।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More