নতুন কোনো করারোপ ছাড়াই বাগেরহাট পৌরসভার প্রায় ৫৯ কোটি টাকার দেখিয়ে বাজেট ঘোষণা করা হয়েছে।
সোমবার সকালে বাগেরহাট প্রেসক্লাবের অডিটোরিয়ামে পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান এই বাজেট ঘোষনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট প্রেসক্লাব সভাপতি অ্যাড. মোজফফর হোসেন, পৌরসভার সাধারণ কাউন্সিলর, সংরক্ষিত তিন নারী কাউন্সিলর এবং পৌরসভার কর্মকর্তা ও কর্মচারীরা।
প্রস্তাবিত বাজেটে রাজস্ব খাত থেকে সাত কোটি চৌত্রিশ লক্ষ এক চল্লিশ হাজার বিশ টাকা এবং উন্নয়ন বাজেটে একান্ন কোটি বাহাত্তর লক্ষ আটান্ন হাজার ছয়শত তিতাল্লিশ টাকা আয় ধরা হয়েছে। বাজেটের সিংহভাগ পৌরসভার নিজস্ব এবং সরকারী বিভিন্ন প্রকল্প থেকে আয় দেখানো হয়েছে।
এসময় পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান পৌরবাসীকে সময়মত পনির বিল ও পৌরকর পরিশোধের আহবান জানান।
২৯ জুলাই ২০১৩ :: ইনজামামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More