বাগেরহাটের ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোন্তফাকে সন্ধায় প্রত্যাহর করা হয়েছে।
আগামী ৩ আগষ্ট শনিবার ৪নং ফকিরহাট সদর ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনে পক্ষপাতের অভিয়োগে আজ সন্ধায় তাকে ফকিরহাট থানা থেকে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে যোগ দিতে বলা হয়েছে।
তার বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহনকারী এক প্রর্থীর পক্ষে পক্ষপাতের অভিযোগে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে।
সন্ধায় বাগেরহাটের পুলিশ সুপার মোল্যা নিয়ামুল হক বাগেরহাট ইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানা, নির্বাচনকালীন সময়ের জন্য তাকে চলতি দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে আজ সন্ধা থেকে তাকে বাগেরহাট পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। বর্তমানে থানার দায়িত্ব দেওয়া হয়েছে ফকিরহাট থানার ওসি (তদন্ত) দিলীপ কুমার সরকারকে।
উল্লেখ্য, আজ (১ আগষ্ট বৃহস্পতিবার) একটি জাতীয় দৈনিকে তার বিরুদ্ধে নির্বাচনে অংশ গ্রহনকারী প্রর্থীদের পক্ষ থেকে এক পক্ষপাতের অভিযোগ করা হয়েছে একমন প্রতিবেদন ছাপা হয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More