বাগেরহাটে কমিউনিটি পুলিশিং ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে শহরের স্বাধীতা উদ্দানে জেলা পুলিশ আয়জিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন পুলিশের এডিশনাল আইজিপি এ. কে এম শহিদুল হক।
বাগেরহাটের পুলিশ সুপার জনাব মো. নিয়ামুল হক মোল্যার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধারন অতিথির বক্তবে তিনি বলেন, জনগনের নমনিয়তার কারনে সমাজে অপরাধ প্রবনতা বৃদ্ধি পায়। তাই কমিউনিটির স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ হয়ে অপরাধি দমনে এগিয়ে আসতে হবে। জনগন আর পুলিশ একত্রিত হলেই সমাজে আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে অনান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পুলিশের ডিআইজি (ভারপ্রাপ্ত) মো: দিদার আহম্মদ, বাগেরহাটের জেলা প্রশাসক জনাব মো. শুকুর আলী, বাগেরহাট সদর আসনের সাংসদ এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাটের নয়টি থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি), সমাজের সুধীজন, শিক্ষক, সাংবাদিক সহ সমাজের সর্বস্তরের জনগন।
শেষে চলমান আইন শৃংখলা পরিস্থিতি নিয়ে সর্বত্তরের জনগনের সাথে মুক্ত আলোচলায় অংশ গ্রহণ করেণ আইজিপি এ. কে এম শহিদুল হক।
২৩ আগষ্ট ২০১৩ :: ইনজমামুল হক, নিউজ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More