বাগেরহাট জেলা স্টেডিয়াম আগামি তিন মাসের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রাক্টিস ভ্যনু হিসাবে প্রস্তুত হচ্ছে।
বর্তমানে স্টেডিয়ামে উন্নয়নে ২ টি আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম ও প্রেসবক্সসহ ১শ ২৫ ফুট লম্বা দ্বীতল প্যাভেলিয়ান ভবন, মাঠের তিন পাশে গ্যালারি, মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সীমানা প্রাচীর, খেলার মাঠের নিরাপত্তা বেষ্টনি ও দর্শদের চলাচলের জন্য প্রসস্থ রাস্তা নির্মানের কাজ চলছে।
আগামীকাল বুধবার দুপুরে জেলা স্টেডিয়ামের এসব উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আহাদ আলী সরকার। এসময় তার সাথে থাকবেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব নূর মোহাম্মদ।
বাগেরহাট জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ জানান, ক্রীড়া মন্ত্রনালয় থেকে প্রায় ১০ কোটি টাকা অর্থ বরাদ্দের পর ৩ কোটি ৩৩ লাখ ৬ হাজার টাকা দিয়ে প্রায় ২ একর (১.৯৬) জমি ক্রয় করা হয়েছে।
এছাড়া মন্ত্রনালয়ের দরপত্রের মাধ্যমে মাঠের তিন পাশে ৬শ ফুট লম্বা গ্যালারী, ২টি আন্তর্জাতিক মানের ড্রেসিং রুম ও প্রেসবক্সসহ ১শ ২৫ ফুট লম্বা দ্বীতল প্যাভেলিয়ান ভবন, মাটি ভরাট, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সীমানা প্রাচীর, খেলার মাঠের নিরাপত্তা বেষ্টনি ও দর্শদের চলাচলের জন্য প্রসস্থ রাস্তা নির্মানের কাজ চলচ্ছে।
ইতিমধ্যে এসব নির্মান কাজের ৫০ ভাগ শেষ হয়েছে এবং আগামী ৩ মাসের মধ্যে এসব নির্মান কাজ শেষ হবে।
আর এসব উন্নয়ন কাজ শেষ হলে খুলনা বিভাগীয় শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচের প্রাক্টিস ভেনু হিসাবে পুরোপুরি ভাবে তৈরী হবে বাগেরহাট জেলা স্টেডিয়াম।
তবে স্টেডিয়ামের পূর্ব পাশে জায়গা সংকটের কারনে এই মূহুর্তে সেখানে গ্যালারী নির্মান করা সম্ভব হচ্ছে না। ক্রীড়া মন্ত্রনালয় থেকে অর্থ বরাদ্দ পেলে অচিরেই মাঠের পূর্ব পাশের জমি ক্রয় করে গ্যালারী নির্মান করা সম্ভব হবে বলে আশাবাদ জানান তিনি।
২৬ আগষ্ট ২০১৩ :: স্পেশাল করেসপন্ডেন্ট, আহসানুল করিম
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More