জামায়াতের ডাকা ৪৮ঘন্টা হরতালের প্রথম দিন বুধবার সকালে বাগেরহাটে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে ও মহাসড়কের ওপর অবস্থান নিয়ে পিকেটিং করছে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। এছাড়া মংলা শিল্প এলাকায় ঝটিকা মিছিল থেকে ২টি গাড়ি ভাঙচুর করে তারা।
বুধবার ভোর থেকে বাগেরহাটের বিভিন্ন সড়কে নেতাকর্মীরা অবস্থান নিয়ে যান চলাচলে প্রতিবন্ধকাতা সৃষ্টি করে। পরে পুলিশ এলে নেতাকর্মীরা পালিয়ে যায়।
এছাড়া ভোর থেকে মংলা শিল্প এলাকার খুলনা-মংলা মহাসড়কের বিভিন্ন স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে পিকেটিং ও ঝটিকা মিছিল করে তারা। এসময় তারা একটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করে বলে জানা গেছে। তবে হরতালের মংলা বন্দরে কর্ম পরিবেশ সাভাবিক রয়েছে।
অনান্য দিনের মত সকাল থেকে বন্দর জেটি ও চ্যানেলে অবস্থানরত সব বাণিজ্যিক জাহাজে মালপত্র লোড-আনলোড হচ্ছে। ব্যাংক-বীমায় লেনদেন হচ্ছে স্বাভাবিকভাবে।
এদিকে, হরতালে জেলা থেকে দূরপাল্লার কোন গাড়ি ছেড়ে নাগেলেও অভ্যন্তরীণ রুটে রিকশা, ভ্যান, টেম্পু ও অটোরিকশা চলাচল করছে।
বাগেরহাটের পুলিশ সুপার নিজামুল হক মোল্লা সকালে বাগেরহাট ইনফোকে জানান, বাগেরহাটে হরতালে তেমন কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এছাড়া হরতালের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে।
উল্লেখ্য, মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে ফাঁসির আদেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল (১৭ সেপ্টেম্বর) এ রায় ঘোষণার পর দলটি বুধবার সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত টানা ৪৮ ঘণ্টা হরতালের ডাক দেয়।
| ১৮ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক, বাগেরহাট ইনফো ডটকম।। |
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More