জনসাধারণের মাঝে আয়কর বার্তা পৌছে দেওয়া ও করদাতার সংখ্যাবৃদ্ধি ও কর প্রদান কার্যক্রক সহজ করার লক্ষ্যে বাগেরহাটে শুরু হয়েছে ২ দিন ব্যাপী আয়কর মেলার।
বৃহস্পতিবার সকালে শহরের দাসপাড়া মোড় কর অফিস মেলার উদ্বোধন করেন খুলনা-কর অঞ্চল এর সহকারী কর কমিশনার মোঃ সিরাজুম মুনীর।
বাগেরহাট সহকারী কর কমিশনার উপল বিশ্বাসের সঞ্চলনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, বাগেরহাট প্রেস ক্লাবের সভাপতি এ্যাড. মোজাফ্ফর হোসেন, কর আইনজীবি সমিতির সভাপতি এ্যাড. নওয়াব হোসেন, চেম্বার সভাপতি শাজাহান মিনা, দীর্ঘ মেয়াদি করদাতা ইদ্রিস মোল্লা, কর পরিদর্শক জিএম ইসলাম, মোঃ মারুফ আহম্মেদ প্রমুখ।
মেলার আয়জনরা জানান, দু‘দিন ব্যাপী এ কর মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ৫ টা পর্যান্ত ই-টিন রেজিষ্টেশন সহ সার্বিক কর সেবা প্রদান করা হবে।
১৯ সেপ্টেম্বর ২০১৩ :: নিউজ ডেস্ক,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআইএইচ-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More