শনিবার ভোরে মংলা নদীর গ্রিক বয়া সংলগ্ন এলাকায় ডুবোচরে আটকে এমএল চরমোনাই নামে একটি লঞ্চ ডুবে গেছে।
যাত্রী শূন্য লঞ্চটির ৫ জন স্টাফ এ সময় নদীতে লাফিয়ে পড়ে সাঁতরে কিনারায় ওঠতে সক্ষম হয়। জানা গেছে সুন্দরবনের হারবাড়িয়া এলাকা থেকে লঞ্চটি ছেড়ে আসে পরে ওই এলাকায় ডুবোচরে আটকে লঞ্চটি ডুবে যায়।
এ দিকে লঞ্চটি উদ্ধারে দল চেষ্টা চালিয়ে যাচ্ছে স্থানীয় ডুবুরি।
তবে লঞ্চটির সত্বাধিকারী মংলার বাসিন্দা মো. দুলাল বিকেল ৫টায় জানান, এখন পর্যন্ত লঞ্চটি উদ্ধারে কোনো অগ্রগতি হয়নি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More