বাগেরহাটের চিতলমারীতে প্রায় কোটি টাকা মূল্য মানের দু’টি তক্ষতসহ দুই যুবককে আটক করেছে পুলিশ।
আটককৃতদের বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
এরা হলেন- উপজেলার পাটরপাড়া গ্রামের মহাসিন শেখের ছেলে ইতরুফ ওরফে সোহেল ও মৃত রাকিব সরদারের ছেলে সাদ্দাম ওরফে বাবু।
চিতলমারী থানার এএসআই সাকোয়াত হোসেন জানান, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে উপজেলার খিলিগাতী গ্রামে অভিযান চালিয়ে তক্ষক পাচারকারী দলের দুই সদস্যকে আটক করে।
এ সময় তাদের কাছ থেকে প্রতিটি প্রায় ৫শ’ গ্রাম ওজনের বস্তাবন্দি দু’টি জীবিত তক্ষত উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় কোটি টাকা ছাড়িয়ে যাবে। এসব তক্ষত বাইরের দেশে পাচারের জন্য সংগ্রহ করা হচ্ছিল বলে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।
এ ব্যাপারে চিতলমারী থানার এসআই তন্ময় মণ্ডল জানান, বাংলাদেশ বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ২৬এর ক’ ধারায় মঙ্গলবার রাতে এদের বিরুদ্ধে থানায় একটি মামলা হয়েছে। মামলার পর বুধবার সকালে আটককৃত ওই দুই যুবককে আদালতে প্রেরণ করা হয়েছে।
বিভাগীয় বনকর্মকর্তা মো. আমীর হুসাইন চৌধূরি জানান, তক্ষত শিকার ও বেচা-কেনার সাথে ম্যাগনেট বাহিনী নামে কয়েকটি অসাধু চক্র জড়িত রয়েছে। তারা এগুলো প্রতারণার মাধ্যমে গুজোব ছড়িয়ে বহুমূল্যে বেচা-কেনা করছে তবে বাস্তবে এর কোন ভিত্তি নেই।
২০ নভেম্বর ২০১৩ :: মোঃ কামরুজ্জামান
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
বি হোসেন-নিউজ ডেস্ক/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More