বাগেরহাটের ফকিরহাটে খুলনা-মাওয়া মহাসড়কের কাকডাঙ্গা নামক স্থানের একটি মৎস্য ঘের হতে অজ্ঞাত এক ব্যাক্তির বিকৃত লাশ উদ্ধার করেছে পুলিশ।
জানা গেছে, শুক্রবার বিকাল ৫ টার দিকে এলাকাবাসী মৎস্য ঘেরে লাশটি ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এসময় মৃতদেহের পরনে লুঙ্গি ও গায়ে একটি জ্যাকেট পরিহিত ছিলো।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
ফকিরহাট থানার অফিসার ইনচাজ (ওসি) এসএম আনোয়ার হোসেনে জানান, স্থানীয় আমির আলী চৌকিদার এর মৎস্য ঘের হতে প্রায় ৪০বছর বয়সী অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া লাশের পরিচয় না মিললে বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান মফিদুল ইসলামে নিকট হস্তন্তর করা হবে।
এ রির্পোট লেখা পর্যন্ত (রাত ১০টা) হতভাগ্য ব্যাক্তির পরিচয় মেলেনী।
২২ নভেম্বর ২০১৩ :: মান্না দে ও পি কে অলোক,
বাগেরহাট ইনফো ডটকম।।
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজ এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More