বৃহস্পতিবার বিকেলে যশোর সেনানিবাস থেকে সেনাবাহিনীর প্রায় একশ সদস্যের একটি টিম বাগেরহাটে এসে পৌঁছেছে।
সন্ধায় তারা বাগেরহাটের সুন্দরঘোনা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্যাম্প স্থাপন করেছে।
সেনাবহিনীর একটি দল জেলা সদরে পৌঁছেছে এমন খবরের পর বাগেরহাটে সেনামোতায়েন হয়েছে বলে কান কথা শুর হয়। সাধারন মানুষের মূখে মুখে চলে আসে নির্বাচনকে কেন্দ্র করে সহিংসতা এড়াতে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
সেনামোতায়েন হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে বাগেরহাটের জেলা প্রশাসক মো. শুকুর আলী বাগেরহাট ইনফোকে বলেন, সেনা মোতায়েনের ব্যাপারে তার কিছু জানা নেই। এধরনের কিছু হলে আমাদের নিকট দাপ্তরিক ভাবে চিঠি আসত। তবে শীতকালীন মহড়ার অংশ হিসাবে তাদের একটি দল বাগেরহাটে আসার ব্যাপারে আমাদের সাথে কথা হয়ে ছিল।
শীতকালীন মহড়ার অংশ হিসাবে যশোর সোনানিবাস থেকে তাদের একটি বহর বাগেরহাট পৌঁছায়।
এবিষয় বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) নিজামুল হক মোল্যা বাগেরহাট ইনফোকে বলেন, সেনামোতায়ন হয় নি। শীতকালিন মহড়ার অংশ হিসাবে সেনাবাহিনির একটি দল বাগেরহাট এসেছে।
এদিকে, ২২ ডিসেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার অভিজান এবং আসন্না সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ ব্যাপি সেনা মোতায়েনের অংশ হিসাবে জেলায় জেলায় সেনা সদস্যদের টিম পাঠান হচ্ছে বলে একটি সূত্র জানিয়েছে। তবে, নির্বাচন কমিশনে বা সরকারের কোনা দপ্তরের পক্ষ থেকে এব্যাপারে তেমন কোন বক্তব্য পাওয়া যায়নি।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More