মানবতাবিরোধী অপরাধে কাদের মোল্লার ফাঁসিকে কেন্দ্র করে পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদে মংলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পৌর আওয়ামী লীগ।
রোববার বিকেলে দলীয় কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্বরে সমাবেশে করে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা আবু তাহের হাওলাদার, শেখ আব্দুস সালাম, আব্দুর রহমান, যুবলীগ নেতা ইব্রাহিম হোসেন, ইস্রাফিল হোসেন, ছাত্রলীগ নেতা নুর আলম, আল মামুন প্রমুখ।
এ সময় বক্তারা পাকিস্তানের পণ্য বর্জনের আহ্বান জানান। সমাবেশ শেষে পাকিস্তানের পতাকায় অগ্নিসংযোগ করে নেতা-কর্মীরা।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More