খুলনা-মংলা মহাসড়কে শ্যামবাগাত এলাকায় ধানবোঝাই ট্রাকে আগুন দিয়েছে অবরোধকারীরা।
সোমবার ভোর রাতে বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কের শ্যামবাগাত এলাকায় জামায়াতের পিকেটাররা জড়ো হয়ে রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ফেলে ওই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
এ সময় তারা ট্রাক চালক পারভেজ ও তার সহকারী শাহীনকে ট্রাক থেকে নামিয়ে মারধর করেছে বলে জানান তারা। তবে পুলিশ কাউকে আটক করতে পারেনি।
ট্রাকে চালক পারভেজ বাগেরহাট ইনফোকে বলেন, মাদারীপুর জেলার মোস্তফাপুর থেকে ট্রাকে করে (ঢাকা মেট্রো ট-১৬-৯৬২১) ধান নিয়ে বাগেরহাটে আসার পথে শ্যামবাগাত এলাকায় পৌছলে ১৫-২০ জনের একটি দল রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ফেলে ট্রাকটির গতিরোধ করে। ওই পিকেটাররা আমাদের ট্রাক থেকে নামিয়ে মারধর করে দুটি মোবাইলসেট নিয়ে যায়। পরে তারা পেট্রোল দিয়ে ধানবোঝাই ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম আনোয়ার হোসেন বাগেরহাট ইনফোকে জানান, ভোর রাতে জামায়াতের ১৫-২০ জন পিকেটার ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় জড়ো হয়ে অবরোধের সমর্থনে রাস্তার উপর বিদ্যুতের খুঁটি ফেলে ধানবোঝাই ট্রাকটি আটকে দেয়।
পরে তারা ধানবোঝাই ট্রাকে পেট্রোল দিয়ে আগুন দিয়েছে। আগুনে ট্রাকের সামনের অংশ পুড়ে গেছে। ধানবোঝাই ট্রাকটি মাদারীপুর থেকে বাগেরহাটের চুলকাঠি বাজারে যাচ্ছিল। জামায়াতের পিকেটারদের ধরার চেষ্টা চলছে।
এছাড়া সোমবার সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের কেআলী দরগাহ মোড়ে ১৮ দলের নেতা-কর্মীরা অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচী পালন করে।
বাগেরহাটের বিভিন্ন রুটে বেশ কয়েকটি যানবাহনের গ্লাস ভাংচুর করার খবর পাওয়া গেছে।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More