বাগেরহাটে আওয়ামী লীগ মনোনিত প্রার্থীর বিপরীতে প্রাথী হওয়ায় জেলা আ’লীগের সহ-সভাপতিসহ দুই নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড: মোঃ আলী আকবারের সভাপতিত্বে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিস্কৃতরা হলেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ড. আব্দুল রহিম খান ও মোড়েলগঞ্জ পৌর আ’লীগের আহবায়ক জনাব এ্যাড: এস.এম মনিরুল হক। একই সাথে ওই দুই নেতার পক্ষে অবস্থানকারীদের ব্যাপারে দলীয় ব্যবস্থা গ্রহনের জন্য তথ্য সংগ্রহে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এবিষয়ে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক এ্যাড. সিদ্দিকুর রহমান খান স্বাক্ষরিত এক পেস বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, আসন্ন ১০ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট -৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা) আসনে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী বর্তমান এমপি ও বাগেরহাট জেলা আওয়ামীলীগের সভাপতি ডাঃ মোজাম্মেল হোসেনের (নৌকা প্রতীক) বিপরীতে মোঃ আব্দুর রহিম খান (আনারস প্রতীক) এবং এ্যাড: মনিরুল হক তালুকদার (টেবিল ঘরি প্রতীক) প্রার্থী হয়েছেন।
ফলে দলের গঠন তন্ত্রের ৪৬-ঠ ধারার বিধান মতে সর্ব সম্মতিক্রমে ডা. আব্দুর রহিম খান ও এ্যাড: মনিরুল হককে বহিস্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।
একই সাথে নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধ আচরণ করে যে সকল নেতা কর্মী আঃ রহিম খান ও এ্যাড: মনিরুল হক এর পক্ষে নির্বাচনী কর্মকান্ডের অংশগ্রহণ করছে তাদের বিরুদ্ধে তথ্য উপাত্ত সংগ্রহ করার জন্য জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডঃ ডঃ এ কে আজাদ ফিরোজ টিপুকে আহবায়ক করে দপ্তর সম্পাদক এ্যাডঃ সিদ্দিকুর রহমান খান ও ইবনে মিজান হিরুকে সদস্য করে ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ কমিটিকে আগামী দুই দিনের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন জেলা আওয়ামীলীগের নিকট দাখিল করতে বলা হয়েছে।
এব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ কামরুজ্জামান টুকুর সাথে যোগাযোগ করা হলে তিনি বাগেরহাট ইনফোকে বলেন, জেলা কমিটি বহিস্কার করতে পারেন, তবে কেন্দ্রের সিদ্ধান্তই চুড়ান্ত। কিন্তু যতক্ষন পর্যন্ত কেন্দ্র কোন সিদ্ধান্ত না দেবে ততক্ষন পর্যন্ত জেলা কমিটির স্বিদ্ধান্ত বহাল থাকবে।
এদিকে বহিস্কারের ব্যাপারে ওই দুই নেতার প্রতিক্রিয়া জানতে তাদের সাথে যোগাযোগ কারার চেষ্টা করা হলে আঃ রহিম খান অসুস্থতার অযুহাতে কথা বলতে রাজি হনি। আর এ্যাড: এসএম মনিরুল হক তালুকদারের মুঠোফোন বন্ধ পাওয়া গেছে।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More