বাগেরহাটের রামপাল উপজেলার উজলপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী মাওলানা মতিউর রহমান (৪৫)কে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার সকাল ১০টার দিকে উপজেলার সোনাতুনিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাওলানা মতিউর রহমান উপজেলার সোনাতুনিয়া গ্রামের মাঃ বেল্লাল হোসেনের ছেলে।
রামপাল থানার অফিসার ইন চার্জ (ওসি) কাজী দাউদ হোসেন বাগেরহাট ইনফোকে আটকের বিষয়টি নিশ্চত করে জানান, মতিউর রহমানের বিরুদ্ধে ট্রাক ভাংচুর, দ্রুত বিচার আইন ও ফয়লা বাজারে পুলিশের উপর হামলার ঘটনায় ৩টি পৃথম মামলা রয়েছে।
এরমধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে আদালতে অভিযোগ পত্র (চার্জশীট) দাখিল করেছে পুলিশ। এসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More