জেলায় এক মাত্র ব্যালটে ভোট হচ্ছে বাগেরহাট ৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে। তবে ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি খুবই কম।
বেশ কয়েকটি কেন্দ্রে ঘুরে দেখা গেছে নেই ভোটার বা ভোটা কক্ষের সামনে ভোটারদের লাইন। মাঝে মাঝে দু এক জন এসে ভোট দিচ্ছেন।
এমন ই চিত্র ছিল মোরেলগঞ্জ উপজেলার ৩৭ নং বরশি বাওয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রেরও। ১১টা ২৫ মিনিটে কথা হয় এই কেন্দ্রের পিজাইডিং অফিসার মো. আবুবক্কার সিদ্দিকের সাখে। তিনি জানান, সকাল ১১টা ১০ পর্যন্ত এই কেন্দ্রে ভোট দিয়েছে ৪০৮ জন ভোটর।
স্থানীয় সূত্র জানান, এরপর ১১ টা ৫০ মিনিট পর্যন্তও ভোটারদের লাইন দেখা যায় নি ওই কেন্দ্র। কিন্তু ১১ টা ৫০ মিনিটে কেন্দ্রের ৩টি কক্ষে গিয়ে হিসেব করে দেখা যায় ৭৪০ জন ভোটার ভোট দিয়েছে।
অর্থাৎ, সকাল ১১টা ১০ থেকে ৪০ মিনিটে ৩ কক্ষ বিশিষ্ট কেন্দ্রটিতে ভোট পড়েছে ৩৩২টি। তবে, এ বিষয়ে দয়িত্বশীল কারো বক্তব্য পাওয়া যায় নি।
অপরদিকে মোড়েলগঞ্জ পৌর আ’লীগের আহবায়ক মনিরুল হক তালুকদার জানান, নৌকা প্রতীকের লোক জন ভোট কাটাছে। তার এজেন্টদের বিভিন্ন কেন্দ্র থেকে বের করে দিয়েছে।
ভোটারদের কাছ থেকে জাল ভোট দেওয়র অভিযোগ পাওয়া গেছে উপজেলার ৪১ নং দক্ষিন বোকা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে।
তবে, বাগেরহাট পুলিশ সুপার নিজামুল হক মোল্যা জানান, কোথা কোন অপ্রীতিকর ঘটনা ঘটে নি।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More