বাগেরহাটে যাত্রা শুরু করল নতুন বেসরকারী ক্যাডেট মাদ্রাসা বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমী।
একাডেমীর শুভ উদ্ভোধন উপলক্ষে শনিবার সকালে শহরের আমলাপাড়া ছোট কবর স্থান মোড়ে একাডেমীর নিজস্ব ক্যাম্পাসে আয়জন করা হয় এক আড়ম্বর অনুষ্ঠানের।
একাডেমীর সভাপতি আলহাজ্জ মাওঃ মোঃ আনিসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামি’আ রশিদিয়া গোয়লখালীর প্রিন্সিপাল আলহাজ্জ হযরত হাফেজ মাওঃ আব্দুল আউয়াল।
উদ্ভোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নিউ বসুন্ধরা রিয়েল এসেট (প্রাঃ) লি. এর ব্যবস্থাপনা পরিচাক মোঃ আঃ মান্নান তালুকদার, চালনা (মংলা) বন্দর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্জ হাফেজ মাওঃ অধ্যক্ষ মোঃ রুহুল আমীন, প্রবিন সাংবাদিক মোশাররফ হোসেন, অধ্যাপক খান সালেহ্ উদ্দিন আহমাদ, মোঃ ইসমাইল মৃধা, এ্যাড. আবুল কালাম আজাদ, সাংবাদিক মোঃ দেলোয়ার হোসেন, মুফতি মাওঃ রুহুল আমিন, আলহাজ্জ মাওঃ মোঃ শাহজাহান, হাফেজ মাহফুজুর রহমান, হাফেজ আল আমিন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একাডেমীর শিক্ষাক, শিক্ষার্থী, অবিভাবক, সুধিজন, স্থানীয় সমাজ সেবক, সাংবাদিক, শিক্ষানুরাগীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোক।
অনুষ্ঠানে বক্তারা, বাগেরহাট ইসলামী আদর্শ ক্যাডেট একাডেমী তাদের পাঠ্যক্রমে সুনিপুনভাবে শিক্ষার্থীদের উপযোগী করে সাধারণ ও ইসলামী শিক্ষা ব্যবস্থার সমন্বয়ের মাধ্যমে আগামী দিনে দেশ ও জাতির মঙ্গলে কাজ কররে বলে প্রত্যাশা ব্যাক্ত করেন।
বাগেরহাট ইনফো ডটকম।।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More