প্রচ্ছদ / খবর / অপহৃত ৩ জেলে ও নৌকা উদ্ধার

অপহৃত ৩ জেলে ও নৌকা উদ্ধার

সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে বনদস্যু নয়ন বাহিনী কর্তিক অপহৃত ৩ জেলে ও একটি ইঞ্জিন চালিত ট্রলার উদ্ধার করেছে কোস্টগার্ড।

BagerhatPhoto02(03-02-2014)সোমবার দুপুরে বাগেরহাটের মংলাস্থ কোস্টগার্ড পশ্চিম জোনের সুপতি স্টেশনের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সুন্দরবনের কাতলারখাল থেকে এই জেলে ও নৌকা উদ্ধার করে।

তবে এ সময়ে বনদস্যু নয়ন বাহিনীর কাউকে আটক করতে পারে নি তারা। দস্যুরা বনের গভীর অরণ্যে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভাব হয়নি বলে কোস্টগার্ড জানায়।

উদ্ধারকৃত হলেন বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার রুহিতা গ্রামের আব্দুল হাকিমের ছেলে আব্দুল মালেক (৩২), একই এলাকার মোহাম্মদ মোড়লের ছেলে মোঃ আল-আমিন (২৭) ও মোঃ আনিসের ছেলে  মোঃ কালাম (২৬)।

কোষ্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লে. কমান্ডার এম মহিউদ্দিন মজুমদার বাগেরহাট ইনফোকে জানান, সুন্দরবনের বনদস্যু নয়ন বাহিনী অপহৃত জেলেদের কাছ থেকে মুক্তিপন আদায়ের জন্য বনের বিভিন্ন খালে আটকে রেখেছিল। উদ্ধারের পর জেলেদেরকে সুপতি ষ্টেশনের মাধ্যমে তাদের আত্মীয়-স্বজনের নিকট পৌঁছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

০৩ ফেব্রুয়ারি ২০১৪ :: রবিউল ইসলাম, স্পেশাল করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হক-নিউজরুম/বিআই

About ইনফো ডেস্ক