বাগেরহাটে পিরোজপুর-খুলনা মহাসড়কের ফতেপুরে এলাকায় ট্রাক চাপায় আব্দুর রাজ্জাক (৩২) নামে এক মটর সাইকেল আরহী নিহত এবং এক জন আহত হয়েছেন।
রবিবার সকাল ১০ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুর রাজ্জাক পার্শবর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার তেলিখালি গ্রামের আবু সাইদের ছেলে।
পুলিশ এবং স্থানীয়রা জানান, পিরোজপুর থেকে খুলনাগামী মটরসাইকে আরহী আব্দুর রাজ্জাকে সড়কের ফতেপুরে এলাকায় পৌছালে পেছন থেকে একটি দ্রুতগামী বেপরোয়া ট্রাক ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই মটরসাইকে আরহী আব্দুর রাজ্জাক মারা যান।
নিহত আব্দুর রাজ্জাক একটি অসুধ কম্পনির রিপেজেন্টেটিফ।
বাগেরহাট সদর মড়েল থানার উপ-পরিদর্শক (এসআই) সানজিদ বাগেরহাট ইনফোকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পুলিশ ঘটনা স্থল থেকে ট্রাক এবং ট্রাক চালক মো. সুজন হাওলাদার কে আটকরেছে। আহতকে উদ্ধার করে বাগেরহাট সদর হসপাতালে এবং নিহতের লাশ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে বলে জানান তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More