বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেদ্রীয় নেতাদের মুক্তি, সারাদেশে শিবির কর্মীদের ধর-পাকড়, মিথ্যা এবং হয়রানীমূলক মামলা প্রত্যাহারের দাবীতে মিছিল করেছে রামপাল উপজেলা জামায়াতে ইসলামী ও তার অঙ্গ সংগঠন।
বাগেরহাটের রামপাল উপজেলায় শনিবার দুপুর ২ টায় বাগেরহাট জেলা জামায়াতে ইসলামির সেক্রেটরি এ্যাডঃ শেখ আঃ ওয়াদুদ এর নেতৃত্বে খুলনা মংলা মহাসড়কের ফয়লা চৌরাস্তার মোড় থেকে শতাধিক নেতাকর্মী সমন্বয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভ মিছিলে পুলিশের লাঠিচার্জে জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদসহ ৫ নেতাকর্মী আহত হয়েছেন। জামায়াত নেতা ওয়াদুদ জেলার ১৮ দলীয় জোটের সদস্য সচিব।
এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি শেখ নাসির উদ্দিনসহ ৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, জামায়াতের নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য মিছিল বের করে।
এ সময় পুলিশ বাধা দিলে পুলিশের উপর তারা চড়াও হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে ৩ জনকে আটক করে।
এ বিষয়ে জামায়াতের জেলা সেক্রেটারি অ্যাডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্থানীয় ফয়লা বাজারে শান্তিপূর্ণ মিছিল বের করা হয়। কিন্তু পুলিশ মিছিলের উপর অর্তর্কিতে হামলা চালালে তিনি সহ ৫ নেতাকর্মী আহত হন এবং ৩ নেতাকর্মীকে আটক করে পুলিশ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More