
বাগেরহাটের মোড়েলগঞ্জে শনিবার দুপুরে জামায়াতে ইসলামী বাংলাদেশ একটি ঝটিকা মিছিল বের করে।
পৌরশহরের বড় মসজিদের প্রাঙ্গন থেকে শুরু করে এস.এম কলেজ মোড় গিয়ে মিছিলটি শেষ হয়। অংশ গ্রহনকারীরা মিছিল করে ১৫ মিনিটের মধ্যে নিজেদের থেকেই ছত্রভঙ্গ হয়ে নিরাপদে চলে যায়।
জামায়াতে ইসলামী উপজেলা আমীর অধ্যাপক বজলুর রশিদ বাদশার নেতৃত্বে এ ঝটিকা মিছিলটি শহরের একটি ছোট অংশ প্রদক্ষিন করে।
মিছিলের খবর পেয়ে পুলিশের একটি দল শহরে টহল দেয়। এ বিষয়ে থানা সেকেন্ড অফিসার এসআই ইকবাল হোসেন জানান, বিকেল ৩.৪৫টায় জামায়াত মিছিলের প্রস্তুতি নিচ্ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More