আমদানী-রপ্তানী যোগ্য পণ্যে ও কন্টেইনার জট কমাতে প্রথমবারের মতো মংলা ও চট্রগ্রাম বন্দর নৌ রুটে ফিডার সার্ভিস জাহাজ চালু হয়েছে।
সোমবার বিকালে পরীক্ষামূলক ভাবে এ সার্ভিস চালু করে বাংলাদেশ শিপিং করপোরেশন।
বিশেষ এ সার্ভিস চালু হওয়ায় উপকৃত হবে বন্দর ব্যবহারকারী আমদানী-রপ্তানীকারকরা।
প্রথম দফায় বাংলাদেশ শির্পি করপোরেশন (বিএসসি) এর জাহাজ বাংলার শিখা ৬৮১ টি কন্টেইনার নিয়ে মংলা বন্দেরে ভীড়ে এবং খালাস কাজ শুরু করে।
দুই বন্দরের মধ্যে কন্টেইনার পরিবহণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মংলা বন্দরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, বিএসসির বাণিজ্য ও প্রযুক্তি বিষয়ক নির্বাহী পরিচালক মোঃ সাঈদ উল্ল্যাহ, জেনারেল ম্যানেজার নিজাম উদ্দিন, মংলা পোর্ট পৌর সভার মেয়র জুলফিকার আলীসহ বন্দরের পদস্থ কর্মকর্তা ও ব্যবসায়ীরা।
বিশেষ এ সার্ভিস চালু হওয়ায় সড়ক পথে পণ্য পরিবহন ও যানজটের মতো বিড়ম্বনার কবল থেকে রক্ষা পাবে ব্যবসায়ীরা এমনটাই আশা করছেন সংশ্লিষ্টরা। এ ছাড়া হরতাল অবরোধেও পণ্য আমদানী-রপ্তানীতে কোন প্রভাব পড়বেনা।
এ সেবার আওতায় প্রতি মাসে চারবার মংলা-চট্রগ্রাম বন্দরে ৬৮১ টিউজ কন্টেইনার বহন করবে জাহাজটি।
প্রথম পর্যায়ে একটি জাহাজ দিয়ে এ কার্যক্রম শুরু হলেও আগামীতে জাহাজের পরিমাণ বাড়ানো হবে বলে জানান বিএসসি’র পরিচালক সাইদ উল্লাহ।
মংলা বন্দর থেকে কন্টেইনার বোঝাই করে জাহাজটি বুধবার চট্টগ্রাম বন্দরের উদ্দেশ্যে ছেড়ে যাবে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More