আসন্ন ৪র্থ উপজেলা পরিষদ নির্বাচনের হলফ নামায় তথ্য গোপন করায় মংলায় আওয়ামীলীগ সমর্থিত প্রার্থির মনোয়ন পত্র বাতিল করেছে নির্বাচন কমিশন।
সোমবার উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপের মনোনয়ন পত্র যাচাই বাছই কালে জেলা নির্বাচন কমিশন এ সিদ্ধান্ত প্রদান করেন ।
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো: রুহুল আমিন মল্লিক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, নির্বচন কমিশনে দাখিল করা মনোয়ন পত্রে বাৎসরিক আয় ও আয়কর পত্রের সাথে মিল না থাকায় চেয়ারম্যান প্রার্থি আবু তাহের হাওলাদার এর মনোয়ন পত্র বাতিল করা হয়েছে।
তবে নির্বাচনে মংলা থেকে আওয়ামীলীগ সমর্থিত একক প্রার্থী আবু তাহের হাওলাদার বাগেরহাট ইনফোকে জানান এ ব্যাপারে তিনি অপিল করবেন।
১৭ ফেব্রুয়ারি ২০১৪ :: স্টাফ করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এমএমএফ/এসআই হক–নিউজরুম এডিটর/বিআই
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More