পবিত্রতা ও পরিচ্ছন্নতা রক্ষার উদ্যোগ নেই বাগেরহাটের চিতলমারী উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারটির। দু’এক দিন বাদে সারা বছরই নানা ভাবে চলে এখানে কদাচার।
২১ শে ফেব্রুয়ারীসহ বছরে দু’একটি শহীদ মিনার চত্ত্বরটি পরিস্কার করা হলেও বাকী সময় থাকে ময়লা-আবর্জনায় ঢাকা থাকে।
এলাকাবাসি জানান, শহীদ মিনার ও চত্ত্বরটি সারা বছরই থাকে ময়লা-আবর্জনায় ঢাকা নোংরা পরিস্থিতিতে। এছাড়া ছাগল পালনের জন্য অনেকে শহীদ মিনার চত্বর ব্যবহার করায় এর পরিচ্ছন্নতা দারুণভাবে নষ্ট হচ্ছে।
এ ব্যাপারে চিতলমারী উপজেলা চেয়ারম্যান অশোক কুমার বড়াল জনান, শহীদ মিনারের পরিচ্ছন্নতা রক্ষার জন্য বাউন্ডারি দেওয়াল দেওয়া হয়েছে। তারপরও অনেকে ইচ্ছা স্বাধীন ময়লা-আবর্জনা ফেলে যায়।
বিষয়টি বিভিন্ন সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)কে জানানো হয়েছে বলেও জানান তিনি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More