প্রচ্ছদ / খবর / জাতীয় মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়ন বাগেরহাট

জাতীয় মহিলা ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়ন বাগেরহাট

Bagerhat-Sports-Pic-1(14-05-14)কেএফসি জাতীয় মহিলা ফুটবল চ্যাম্পিয়নশীপের রুপসা অঞ্চলের ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে স্বাগতিক বাগেরহাট।

বুধবার বিকালে বাগেরহাটের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে এ অঞ্চলের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনালে বাগেরহাট জেলা মহিলা দল নড়াইল জেলা মহিলা দলকে ৮-০ গোলের ব্যবধানে পরাজিত করে। ফাইনাল খেলার সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন বাগেরহাট জেলা দলের খেলোয়াড় মিরনা আক্তার। সে জাতীয় মহিলা দলেরও খেলোয়াড়।

বিজয়ী বাগেরহাট জেলা দলের হয়ে রাজিয়া ৫টি, মিরনা ২টি ও মিতা ১টি গোল করেন।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর আয়োজনে টুনামেন্টের ৬টি গোল দিয়ে সবোচ্চ গোলদাতা নির্বাচিত হয়েছে বাগেরহাট জেলা দলের খেলোয়াড় রাজিয়া। রাজিয়া অনুর্ধ ১৪ বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলের খেলোয়াড়।

বাগেরহাট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় আয়োজিত এ অঞ্চলের ফাইনাল খেলা শেষে বাগেরহাটের জেলা প্রশাসক মু: শুকুর আলী প্রধান অতিথি হিসেবে চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন।

Bagerhat-Sports-Pic-2(14-05-14)বাগেরহাট জেলা ফুটবল এ্যসোসিয়েশনের সভাপতি ও বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমানের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অনান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক আরিফ নাজমূল হাসান, খানজাহান আলী কলেজের অধ্যক্ষ মীর জুলফিকার আলী লুলূ, বাফুফের প্রতিনিধি চৌধুরী জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ প্রমুখ।

ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারী মোহাম্মদ আলী, নাজমূল হাসান, মোক্তার হোসেন, মোস্তাফিজুর রহমান মুক্ত।

কেএফসি মহিলা ফুটবল টুর্নামেন্টের রূপনা অঞ্চলের খেলায় ঢাকা, বরিশাল ও খুলনা বিভাগের মোট ৭টি জেলা দল অংশ গ্রহন করে। আর চুড়ান্ত পর্বের খেলা যশোরে অনুষ্ঠিত হবে।

চুড়ান্ত পর্বে গত বারের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসার, লক্ষিপুর অঞ্চলের চ্যাম্পিয়ন নারায়নগঞ্জ, কুষ্ঠিয়া জোনের চ্যাম্পিয়ন কুষ্টিয়া জেলা, ঢাকা জোনের বিজেএমসি, রাজশাহী জোনের ময়মনসিংহ, দিনাজপুর জোনের রংপুর, রূপসা জোনের বাগেরহাট এবং স্বাগতিক যশোর জেলা দল অংশগ্রহণ করবে।

১৪ মে ২০১৪ :: স্পোর্টস করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসআই হকনিউজরুম এডিটর/বিআই

About ইনফো ডেস্ক