বাগেরহাটের শরণখোলা মাদক বিক্রির অভিযোগে পারভীন জাহান (৩৮) নামের এক নারীকে ৮০ গ্রাম গাঁজাসহ আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৮টার দিকে উপজেলা সদর রায়েন্দা পাঁচরাস্তা এলাকার একটি ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
পুলিশ জানানয়, আটক পারভীন আন্তঃজেলা গাড়ি ছিন্তাই চক্রের অন্যতম সদস্য সেলিমের স্ত্রী। তার স্বামী সেলিমও গাড়ি ছিন্তাই করতে গিয়ে গত ৩ মে পটুয়াখালী মির্জাগঞ্জ থানা পুলিশের হাতে ধরা পড়েছে।
শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস ছালেক বাগেরহাট ইনফো ডটকমকে জানান, পারভীনের বাসায় দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর থেকে রাতভর মাদকের জমজমাট আসর চলতো। এমন অভিযোগের ভিত্তিতে থানা পুলিশের একটি দল বুধবার রাতে অভিযান চালিয়ে বাসা থেকে ৮০ গ্রাম গাঁজাসহ পারভীনকে আটক করে।
আটক পারভীনের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে মামলার পর বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাকে বাগেরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More