বাগেরহাটে ইজিবাইকের মটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে ঋতু খাতুন (১৭) নামে এক কলেজ ছাত্রীর মৃত্য হয়েছে।
মঙ্গলবার দুপুর পৌনে ৩ টার দিকে বাগেরহাট সদর উপজেলার সিএন্ডবি বাজার সুগন্ধি-পোলেরহাট সড়কে এ দূর্ঘটনা ঘটে।
নিহত কলেজ ছাত্রী ঋতু খাতুন খুলনার মহানগরীর আহসানউল্লাহ কলেজের মানবিক বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্রী এবং বাগেরহাট সদর উপজেলার রাখালগাছি ইউনিয়নের সুগন্ধি গ্রামেরর নিপুন ফকিরের মেয়ে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে খুলনা থেকে বাড়ি ফেরার জন্য বাস থেকে সিএনবি বাজারে নেমে একটি ব্যাটারি চালিত ইজিবাইকে ওঠেন ঋতু খাতুন। কিছু দুর যাবার পর সড়কের কররী দাসপাড়া এলাকায় পৌঁছে ইজিবাইকের মটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে যায় ওই কলেজ ছাত্রীর।
এসময় ইজিবাইকের অন্য যাত্রীরা অচেতন অবস্থায় তাকে তাঁকে নিয়ে সিন্ডবি বাজারের এক চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
রাখালগাছি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু শামীম আচনু ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগেরহাট ইনফো ডটকমকে জানান, ময়না তদন্ত ছাড়াই বিকালে তাঁর দাফনের প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More