আন্তর্জাতিক গুম দিবস ও বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতানের প্রতিবাদে বাগেরহাট মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জেলা বিএনপি বাগেরহাট প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এমানববন্ধন কর্মসুচি পালন করে।
কর্মসূচিতে জেলা বিএনপি ও তার অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি এম এ সালাল, সাধারণ সম্পাদক অধ্যাপক আলী রেজা বাবু, সিনিয়র সহ-সভাপতি শেখ ওহিদুজ্জামান দিপু, পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলী রবি, সদর থানা বিএনপির সধারন সম্পাদক আবুল কালাম আজাদ বুলু, যুবদলের সভাপতি মেহবুবুল হক কিশোর, জেলা ছাত্রদলের সভাপতি সুজাউদ্দিন মোল্যা সুজন প্রমুখ্য।
বক্তরা বলেন, ভোটবিহীন অবৈধ সরকার সারা দেশে বিএনপিসহ ২০ দলীয় জোটের নেতাকর্মীদের হত্যা-গুম ও নির্যাতন করছে। এমনকি এই সরকারের হাত থেকে দেশের সাংবাদিকরাও রক্ষা পাচ্ছে না।
বক্তারা ফিলিস্তিনির গাজাসহ বিশ্বের বিভিন্ন দেশে আন্তর্জাতিক ভাবে মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা-নির্যাতন বদ্ধেরও দাবি জানান।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More