“থাকবোনা কেউ পেছনেঃ গড়বো সমাজ একসনে” প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে পালিত হয়েছে আন্তর্জাতিক প্রবীণ দিবস -২০১৪।
দিবসটি উপলক্ষ্যে বুধবার সকালে শহরের স্বাধীনতা উদ্যান থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
প্রবীণ কল্যাণ কর্মসূচি এবং রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) এর আয়োজনে র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন ম্যাকপারসন লাইব্রেরীর সামনে এসে শেষ হয়।
র্যালীতে অংশ গ্রহন করেন বাগেরহাটের স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপ-পরিচালক মোঃ শাহআলম সরদার, প্রবীন হিতৈষী সংঘের নেতা শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, প্রফেসর বুলবুর কবীর, সরকারি পিসি কলেজের অধ্যক্ষ প্রফেসর সুকন্ঠ কুমার মন্ডল, রিকের সহকারী এরিয়া ম্যানেজার মীর মোঃ সাখাওয়াৎ হোসেন, এরিয়া ফিন্যান্স অফিসার আবুল কালাম, বি এম মোঃ হাফিজুর রহমান, বি এম মোঃ রুহুল আমিনসহ প্রবীন হিতৈষী ও রিক এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More