বাগেরহাটের মংলায় সাদ্দাম (২২) নামে এক নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাই নগর নগর মন্দিরের পিছনের একটি মৎস ঘেরের পাড় থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ প্রাথমিক ভাবে ধারণা করছে অতিরুক্ত মাদক দ্রব্য গ্রহণের কারণে তার মত্যু হয়ে থাকতে পারে। পরিবারের পক্ষ থেকেও সে নেশাগ্রস্ত এবং মানসিক ভারসাম্মহীন ছিলো বলে জানান হয়েছে।
সাদ্দাম চট্টগ্রাম এলকার মৃত সোহরাব হোসেনের ছেলে। মংলার কানাই নগর এলকায় তার নানা বড়ি।
মংলা থানার সেকেন্ড অফিসার মঞ্জুরুল এলাহী বাগেরহাট ইনফো ডটকমকে জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ সকালে ওই এলাকা থেকে লাশটি উদ্ধার করে। পরে তার স্বজনরা লাশটি সাদ্দামের বলে সনাক্ত করে।
সাদ্দামের মা জরিনা বেগমের বরাত দিয়ে তিনি আরো জানান, সাদ্দাম চট্টগ্রামে একটি বস্তিতে থাকতেন। সেখানে ভ্যান রিক্সা চালালিয়ে জীবিকা নির্বাহ করতেন। চলতি মাসের ১২ তারিখে চট্টগ্রাম থেকে তারা তার অসুস্থ নানাকে দেখতে মংলা আসেন।
“১৩ অক্টোবর তারিখ সাদ্দাম বাড়ি থেকে বের হবার পর আর বাড়ি ফেরেনি।”
উদ্ধারকৃত লাশের পাশ দিয়ে ড্যান্ডি নামক আঠাল একটি দ্রব্যের কৌটা এবং পলিথিন উদ্ধার করা হয়েছে। যা নেশার দ্রব্য হিসাবে ব্যবহৃত হয় হলে জানান মঞ্জুরুল এলাহী।
ময়না তদন্তের জন্য উদ্ধারকৃত লাশটি দুপুরে বাগেরহাট সদর হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More