প্রচ্ছদ / খবর / নারী নির্যাতন মামলার বাদীকে জীবন নাশের হুমকী

নারী নির্যাতন মামলার বাদীকে জীবন নাশের হুমকী

Bagerhat-Map-2বাগেরহাটের রামপালে নারী নির্যাতন মামলার বাদীকে জীবন নাশের হুমকী দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে প্রতিপক্ষের বিরুদ্ধে রামপাল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন ভুক্তভোগী গৃহবধু।

মামলার বিবরন ও রামপাল থানার সাধারন ডায়েরীর থেকে জানা যায়, রামপাল উপজেলার শ্রীফলতলা গ্রামের নজরুল মুন্সির মেয়ে রাজিয়া সুলতানার সাথে ২০০৮ সালে একই উপজেলার গাববুনিয়া গ্রামের আনেচ শেখের ছেলে ইউছুফ আলী শেখের সাথে বিয়ে হয়।

তাদের সংসারে ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বিয়ের পর থেকে যৌতুকের দাবীতে রাজিয়াকে শারিরিক ও মানুষিক নির্যাতন করে আসছিল তার স্বামী। বিষয়টি স্থানীয় ভাবে একাধিক বার মিমাংসাও হয়।

এক পর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে গত ১৪ মে রাজিয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করে।

এতে ক্ষিপ্ত হয়ে ইউছুফ রাজিয়ার পিতার বাড়ি শ্রীফলতলা আশ্রয়ন প্রকল্পে এসে তাকে মামলা তুলে নিতে বলে। মামলা তুলে না নিলে তাকে ও তার ৪ বছরের কন্যা সন্তানকে জীবনে শেষ করে দেয়া হবে বলে হুমকী দিয়ে চলে যায়।

এঘটনার পর অসহায় রাজিয়া জীবনের নিরাপত্তা চেয়ে সোমবার রামপাল থানায় একটি সাধারন ডায়েরী করেছেন।

১২ নভেম্বর ২০১৪ :: এস এম সামছুর রহমান, করেসপন্ডেন্ট,
বাগেরহাট ইনফো ডটকম।।
এসএমএস/আই হক-এনআরএডিটর/বিআই

About ইনফো ডেস্ক