একটি বৃক্ষ বা গাছের ভিত্তি হলো তার মূল বা শেকড়। শেকড় কেবল মাত্র গাছটিকে মাটির উপর শক্ত করে শুধু দাড় করিয়েই রাখে না, সঠিক খাদ্য দ্রব্য খনিজ সরবরাহ করে তার পুর্ণ বিকাশের সুযোগ করে দেয়।
তাই এই শেকড় গাছের একটি অন্যতম মূল অংশ। মানুষের ক্ষেত্রেও এমন শেকড় রয়েছে, যা তার অতীত ইতিহাস। এই অতীত ইতিহাসের ধারাবাহিকতায় মানুষের বিকাশ হয়েছে।
শেকড় থেকে বিচ্যুত হলে গাছের মতোন আমরাও হারিয়ে যাই।
বাগেরহাট একটি সমৃদ্ধ প্রাচীন জনপদ। বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম কোণের উপকূলীয় এ জেলাটি প্রাচীণ সমতটের একটি জনপদ ছিলো। হাজার বছরেরও আগে থেকে এ অঞ্চলে জনবসতি ছিল এমন বিভিন্ন নিদর্শন পাওয়া যায়।
ইতিহাস ঐতিহ্যের প্রাচুর্যে ভরপুর আমাদের এই বাগেরহাট। সে সব নিয়ে বাগেরহাট ইনফো ডটকম এর ছোট্ট প্রয়াস – ‘শেকড়ের সন্ধানে’।
-
কৃষ্টি ও সংস্কৃতি
-
বাগেরহাটের ঐতিহাসিক স্থাপত্য ও দর্শনীয় স্থান
-
স্মৃতির মিনার
-
মুক্তিযুদ্ধে বাগেরহাট
-
বাগেরহাট পরিচিতি
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More