বাগেরহাটে পুলিশ বিশেষ অভিযানে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত জেলা ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পুলিশ তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলো- বাগেরহাট সদর উপজেলা জামায়াতের আমীর ডা: আব্দুল লতিফ ও চিতলমারীর বড়গুণি গ্রামের যাবজীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী দুলাল শিকদার।
গ্রেপ্তার ২৯ জনের মধ্যে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়ে জেলার চিতলমারী উপজেলার বিভিন্ন গ্রামে অভিযান চালিয়ে।
বাগেরহাট পুলিশের কন্ট্রোল রুম সুত্রে বাগেরহাট ইনফো ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছে।
চিতলমারী থানার ওসি দিলীপ কুমার সরকার বাগেরহাট ইনফো ডটকমকে জানান, বুধবার রাতে পুলিশ উপজেলার বিভিন্ন গ্রামে বিশেষ অভিযান চালিয়ে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ বিভিন্ন জিআর মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত ১৬জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন – বাগেরহাটের চিতলমারী উপজেলার বড়গুনি গ্রামের রশিদ সিকদারের ছেলে দুলাল সিকদার (৫০)। দুলালকে আদালত ১৯৯৪ সালে চিতলমারীর একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজা দেয়।
অন্যরা হলেন, চিতলমারী উপজেলার বড়গুনি গ্রামের হরমুজ মোল্লা (৫০), একই উপজেলার শান্তিখালী গ্রামের আখের শেখ (৪২), চিংগুড়ি গ্রামের ইমরান মোল্লা (৪০), একই গ্রামের শফিক শেখ (২৭), লিয়াকত মোল্লা (৫০), আবুল হোসেন মোল্লা (২৩), আবুল কালাম আজাদ (২২), ইসরাল মোল্লা (৪০), হাসান বিশ্বস (২৪), ইব্রাহিম বিশ্বা (১৯), সফিক মোল্লা (২৩), মচন্দপুর গ্রামের জাহিদ গাজী (৩৮), শৈলদহ গ্রামের খবির সিকদার (৪৫) এবং ডোবাতলা গ্রামের নবীর শেখ (৪৫)।
বৃহষ্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More