বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত জাতীয় স্কুল ক্রিকেটের জেলা পর্যায়ের খেলায় বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল চ্যাম্পিয়ন হয়েছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) শহরের খানজাহান আলী ডিগ্রি কলেজ মাঠে ৪ উইকেটে বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়কে হারায় তারা।
খেলায় প্রথমার্ধে সরকারি উচ্চ বিদ্যালয় সবকটি উইকেট হরিয়ে ১৯৮ রান করে। পরে বাগেরহাট বহুমুখী কলেজিয়েট স্কুল ব্যাট করেতে নেমে ২১ ওভার ৬ উইকেটে ১৯৯ রান করে বিজয়ী হয়। বিজয়ী দলের সোহেল রানা ৪৭ বলে ১০৩ ও আব্দুল্লাহ ৫২ রান করে।
খেলা শেষে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক মো: আরিফ নাজমূল হাসান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে ট্রফি প্রদান করেন।
বাগেরহাট জেলা পর্যাযের এ প্রতিযোগিতায় অংশ নেয় ৮টি বিদ্যায়ল।
পুরস্কার বিতরনী অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, খানজাহান আলী কলেজের অধ্যক্ষ মাহফুজা খানম, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সরদার সেলিম আহমেদ, ক্রিকেট উপকমিটির সম্পাদক খোন্দকার আছিফ উদ্দিন রাখী প্রমূখ।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More