পাশের জেলা খুলনা থেকে বন্ধুর সঙ্গে দেখা করতে বাগেরহাটের রামপালে এসে গণধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রামবাসীর সহযোগীতায় ঘটনাস্থল থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার সেলিম মোল্লা (২৪) রামপালের গৌরম্ভা ইউনিয়নের গৌরম্ভা গ্রামের আমানত মোল্লার ছেলে।
রামপাল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহ আলম জানান, শুক্রবার রাতে গৌরম্ভা গ্রামের একটি বাগান থেকে ওই তরুণীকে উদ্ধার করা হয়েছে।
১৭ বছর বয়সী ওই তরুণী বাদী হয়ে রামপাল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেছেন। এতে আসামি করা হয়েছে সেলিমসহ চারজনকে।
অন্য আসামিরা হলেন- লোকমান, বাবুল ও সেন্টু। তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।
মামলার তদন্ত কর্মকর্তা এসআই শাহ্ আলম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, প্রায় এক বছর আগে মোবাইল টেলিফোনে পরিচয়ের সূত্র ধরে খুলনার বটিয়াঘাটার শিয়ালীডাঙ্গার ওই তরুণী শুক্রবার গৌরম্ভা গ্রামের নয়ন নামে তার বন্ধুর বাড়িতে এসেছিলেন।
“নয়ন ও তার আরেক বন্ধু প্রদীপ মেয়েটিকে নিয়ে উপজেলার আদাঘাট এলাকায় ঘুরতে যায়। সন্ধায় সেখান থেকে গৌরম্ভায় ফেরার পথে উপজেলার আদাঘাট এলাকায় নয়নের পূর্ব পরিচিত সেলিমসহ লোকমান, বাবুল ও সেন্টু নামে চার আসামি তাদের আটকে মেয়েটিকে ছিনিয়ে নেয়। তখন ভয়-ভীতির মুখে নয়ন ও প্রদীপ মেয়েটিকে রেখে চলে আসে।”
পরে ওই চার যুবক গৌরম্ভা গ্রামের একটি বাগানে নিয়ে তাকে (তরুণী) পালাক্রমে ধর্ষণ করে বলে পুলিশকে জানিয়েছেন ওই তরুণীকে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার সেলিমও এই অভিযোগ স্বীকার করেছেন।
গ্রামবাসীর কাছ থেকে খবর পেয়ে স্থানীয় ফাঁড়ির পুলিশ গিয়ে ওই তরুণীকে উদ্ধার এবং সেলিমকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
এই ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে থানয় ওই কিশোরীর মামলার পর শনিবার সকালে পুলিশ ডাক্তারী পরীক্ষার জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠায় তাকে।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More