বাগেরহাটের মোরেলগঞ্জে বাবা-মায়ের অভিযোগে মাদকাসক্ত ছেলের দুই বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ মার্চ) দুপুরে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যজিষ্টেট মো. আব্দুল হালিম এই সাজা প্রদান করেন।
দণ্ডিত মেহেদী হাসান পান্না (২৯) মোরেলগঞ্জ পৌরসভার এসএম কলেজ এলাকার তোজাম্বর আলী শেখের ছেলে।
ইউএনও মো. আব্দুল হালিম বাগেরহাট ইনফো ডটকমকে জানান, মেহেদী দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে। মাদকের টাকা না পেলে প্রায়ই সে তার বাবা মোরেলগঞ্জ বাজারের সবজি আড়ৎদার (ব্যবসায়ী) তুজাম্বর আলী ও মা বিউটি বেগমকে মারধর করত। তাদের এই অভিযোগের ভিত্তিতে রোববার রাতে গাঁজা ও ধারালো অস্ত্রসহ বাড়ি থেকে মেহেদীকে আটক করে পুলিশ।
সোববার তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবা ও মা তার মাদকাসক্তির বিষয়ে সাক্ষ্য দেন। এর প্রেক্ষিতে মেহেদী হাসান পান্নাকে দুই বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় বলে জানান ইউএনও।
এর আগে রোববার সকালে নেশাসক্ত ছেলের বিরুদ্ধে তার বাবা ও মা ইউএনওর কাছে একটি লিখিত অভিযোগ করেন।
দন্ডপ্রাপ্ত মেহেদী হাসানকে পুলিশ বাগেরহাট জেলা করাগারে পাঠিয়েছে বলে বাগেরহাট ইনফো ডটকমকে জানিয়েছেন মোরেলগঞ্জ থানার ওসি মো. রফিকুল ইসলাম।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More