বর্ণাঢ্য আয়োজনে বাগেরহাটে কর্মরত সংবাদ কর্মীরা বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস পালন করেছেন।
দিবসটি উপলক্ষে রোববার বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের উদ্যোগে একটি র্যালী বের করা হয়।
র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাগেরহাট প্রেসক্লাবে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাবের মীর জুলফিকার আলী লুলু অডিটোরিয়ামে বিশ্ব মুক্ত গনমাধ্যম দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা।
বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি মো. শাহ আলম টুকুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন- বাগেরহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি এ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহফিজুর রহমান, আহসানুল করিম, বাবুল সরদারসহ বাগেরহাটে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদ কর্মীরা।
সভা থেকে মুক্ত সাংবাদিকতার বিকাশ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধে সাংবাদিকদের ঐক্যের আহ্বান জানানো হয়।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More