বাগেরহাট সদর উপজেলার একটি চিংড়ি ঘের থেকে মো. জুয়েল শাহ (২৮) নামে এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার বারুইপাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের হালিম মোড়লের চিংড়ি ঘের থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত জুয়েল শাহ জেলার মোরেলগঞ্জ উপজেলার জিউধরা ইউনিয়নের খুনিরখন্ড গ্রামের মো. শাহজাহান শাহের ছেলে।
ঘের মালিক হালিম মোড়ল বাগেরহাট ইনফো ডটকমকে জানান, গত বুধবার (১৩ মে) পার্শ্ববর্তী ফকিরহাট উপজেলার শ্রমিকেরহাট থেকে জুয়েল নামে ওই যুবককে ঘেরের কর্মচারী হিসেবে নিয়ে আসেন তিনি। ওই দিন থেকে সে তার চিংড়ি ঘেরের বাসায় থেকে মাছের খাবার দেওয়াসহ বিভিন্ন কাজ করছিলেন।
“সোমবার পাশের ঘের মালিক আমার ঘেরের পানিতে জুয়েলের মরদেহ ভাসতে দেখে আমাকে খবর দেন।”
বারুইপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) বিশ্বজিত কুমার বসু জানান, ঘের মালিক হালিম মোড়লের কাছ থেকে খবর পেয়ে ভাসমান লাশটি উদ্ধার করা হয়েছে। জুয়েলের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
উদ্ধারের পর মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
“জুয়েলকে হত্যা করা হয়েছে, না কী পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে তা ময়নাতদন্ত ছাড়া এখনই বলা যাচ্ছে না” বলে এসআই বিশ্বজিত জানান।
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More