স্টাফ করেসপন্ডেন্ট | বাগেরহাট ইনফো ডটকম
সুন্দরবনের দক্ষিণে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চরের কাছে একটি ভারতীয় ফিশিং ট্রলার ডুবে সে দেশের অন্তত ১৭ জেলে নিখোঁজ রয়েছেন।
শনিবার (১৩ আগস্ট) রাতে নৌ বাহিনী ও কোস্টগার্ড ট্রলার ডুবির বিষয়টি নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড পশ্চিম জোনের (মংলা) অপারেশন অফিসার লে. এম ফরিদুজ্জামান খান বাগেরহাট ইনফো ডটকমকে বলেন, মংলা সমুদ্র বন্দর থেকে প্রায় ৭৫ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরের বঙ্গবন্ধুর চর আইল্যান্ডের দক্ষিণে ঝড়ের কবলে পড়ে ভারতীয় একটি মাছ ধরা ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
খবর পেয়ে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ সাঙ্গু ও এসআর আমিন ঘটনাস্থলের পৌঁছেছে উদ্ধার অভিযান শুরু করে। এছাড়া কোস্টগার্ডের দ্রুতগামী নৌযান আত্রাইসহ আরও দুটি স্পিডবোটও উদ্ধার কাজে অংশ নিয়েছে।
এছাড়া একটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট সন্ধ্যায় (এমপিএ) ঘটনাস্থলে পৌঁছেছে বলে নৌ বাহিনী সূত্রে জানা গেছে।
তবে রাত সাড়ে ১২টা পর্যন্ত ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি বলে জানান এম ফরিদুজ্জামান।
এইচ/এসআই/বিআই/১৪ আগস্ট, ২০১৬
Bagerhat Info Largest Bagerhat Online Portal for Latest News, Blog, Informations & Many More